মা, বোন-সহ শিল্পা শেট্টিকে হাজিরার নির্দেশ দিল আদালত
শেষ হয়েও হইল না শেষ। শান্তিতে নেই শিল্পা শেট্টি। আর্থিক প্রতারণার অভিযোগে ফের শিরোনামে উঠে এলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। তবে তিনি একা নন। শিল্পা সহ তাঁর মা সুনন্দা শেট্টি, বোন শমিতা শেট্টির বিরুদ্ধে উঠল সময় মতো ঋণ পরিশোধ না করার অভিযোগ। এক গাড়ি-ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাঁদের তিন জনকে হাজিরার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের অন্ধেরির আদালত। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, পারহাদ ফিরোজ় আমরা নামের এক গাড়ি-ব্যবসায়ী মুম্বইয়ের জুহু থানায় অভিনেত্রী শিল্পা, তাঁর বোন শমিতা এবং মা সুনন্দা শেট্টির নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই গাড়ি-ব্যবসায়ীর অভিযোগ, ২০১৫ সালে শিল্পার বাবা সুরেন্দ্র শেট্টি তাঁর বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ২১ লক্ষ টাকা ঋণ নেন। সেই সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০১৭ সালের মধ্যে এই ঋণ শোধ করবেন। বর্তমানে শিল্পার বাবা বেঁচে না থাকলেও সেই প্রতিষ্ঠানের অংশীদার শিল্পা সহ তাঁর মা এবং বোন। অভিনেত্রী এবং মা-বোন বর্তমানে সেই টাকা ফেরত দিতে অস্বীকার করছেন বলে দাবি ব্যবসায়ীর। পারহাদ আমরার অভিযোগের ভিত্তিতেই ২৮ ফেব্রুয়ারি শিল্পা সহ তিন জনকে হাজিরার নির্দেশ দিয়েছে অন্ধেরির আদালত। এই ঘটনার পর অভিনেত্রী বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো উত্তর এখনও পাওয়া জায়নি। তিনজনই আপাতত মুখে কুলুপ এঁটেছেন।